শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীনগরে বাইসাইকেলসহ চোর গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে বাইসাইকেলসহ চোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে দুইটি বাইসাইকেলসহ সাইকেল চোর চক্রের সদস্য রবিউল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গত সোমবার রাতে উপজেলার পারইল লস্কর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার পারইল গ্রামের সাইয়ার রহমানের ছেলে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে যুবক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে চোরাই দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ