নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় করেন তিনি। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাণীনগর ইউএনও হিসেবে তিনি যোগদান করেন।
মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাণীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করতে সংবাদকর্মীদের কাছ থেকে সব ধরনের পরামর্শ, পরিকল্পনা ও গঠনমূলক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান।
এ সময় তিনি বলেন, আমি এই উপজেলাবাসীর একজন সেবকমাত্র। সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে এ উপজেলায় নিযুক্ত হয়েছি। কোন পদ্ধতিতে সেবা দিলে উপজেলাবাসী আরও উপকৃত হবেন।
টিএইচ