শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে কৃষিমেলার উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে কৃষিমেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ জুন) উপজেলা পরিষদের সামনে থেকে কৃষকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব ।

এসময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, জাতীয় পার্টির উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী।

কন্দাল জাতীয় ফসল কৃষি মেলার মূল প্রবন্ধক উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এ জাতীয় ফসল উৎপাদনে জাংলা বা মাচার জন্য অতিরিক্ত খরচ পড়ে না এবং বাড়ির আশপাশের পরিত্যক্ত স্থান বা রাস্তার ধারে গাছের নিচেও এ জাতীয় ফসল চাষাবাদ করা যায়। 

এছাড়াও কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ