বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে গাঁজাসহ তিনজন আটক 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে গাঁজাসহ তিনজন আটক 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে পৌর শহরের রংপুরিয়া মার্কেট এলাকার মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি হতে ৪০০গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

 আটকরা হলেন, পৌর শহরের ভান্ডারা গ্রামের আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান (৩৫), আবু তাহেরের ছেলে মানিক (২৬)।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বুধবার (৫ এপ্রিল) জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ