সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রামগতিতে জাপান প্লাটফর্মের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে জাপান প্লাটফর্মের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়

লক্ষ্মীপুরের রামগতিতে উন্নয়ন সহযোগী জাপান প্লাটফর্ম ও গুডনেবারস্ বাংলাদেশ সমপ্রতি বন্যায় আক্রান্ত পরিবারদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাপান প্লাটফর্ম ও গুডনেবারস্রে আয়োজনে বুধবার (২ অক্টোবর) উপজেলা হলরুমে ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে স্টেহোল্ডারদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জাপান প্লাটফর্মের আন্তর্জাতিক প্রোগ্রাম বিভাগের প্রজেক্ট ম্যানেজার ইউকি ইয়োশিমুরা, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল্যাহ বিন সফিক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

টিএইচ