বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রামগড়ে গাঁজা ও  ইয়াবাসহ দুজন গ্রেপ্তার 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

রামগড়ে গাঁজা ও  ইয়াবাসহ দুজন গ্রেপ্তার 

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও  ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার  করেছে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল, রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী মৃত সমির মজুমদারের ছেলে। হূদয় কান্তি দে, রামগড় পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর গর্জনতলী অমল কান্তি দে এর ছেলে।

গত সোমবার দিবাগত রাতে রামগড় থানার একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় থানাধীন রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের সিদ্দিকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাদের দেহ তল্লাসী চালিয়ে এক কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

রামগড় থানা পুলিশ জানান গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রামগড় থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

টিএইচ