শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

রামগড়ে পলাতক সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার 

খাগড়াছড়ি প্রতিনিধি

রামগড়ে পলাতক সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার 

তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বশরকে (৪৫) গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের দিক নির্দেশনায় অতি. পুলিশ সুপার, রামগড় সার্কেল  মো. নাজিম উদ্দিন, অতি.   রামগড় থানার ওসি রামগড় থানা, ইন্সপেক্টর (তদন্ত), রামগড় থানার সার্বিক তত্বাবধানে গত শুক্রবার দিনগত রাতে রামগড় থানার উপ-পরির্দশক এসআই (নি.)/ মো. সামছুল আমিন,সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পূর্বের পলাতক থাকা সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি মো. আবুল বশরের নামে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে। সে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি ছিলো। 

গ্রেপ্তার আসামি মো. আবুল বশর খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের ছেলে। রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে  আদালতে প্রেরণ করা হবে।

টিএইচ