শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

রামগড় থানায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

রামগড় থানায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি জেলার রামগড় থানা অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল ডিউটিসহ অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার  করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) খাগড়াছড়ি  জেলার  পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, রামগড় থানার ওসি  মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. নূর উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল ডিউটিসহ অভিযান পরিচালনাকালে রামগড় বাজারে অবস্থানকালে রামগড় থানাধীন ১নং রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ যৌথখামার এলাকায় রামগড় টু জালিয়াড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি বিদ্যালয়ে প্রবেশ পথের দক্ষিণ পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে, রামগড় থানার জিডি নং-৭৮৯,  মূলে থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ