শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

রামপালে অপরাজিতার অ্যাডভোকেসি-বিষয়ক প্রশিক্ষণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে অপরাজিতার অ্যাডভোকেসি-বিষয়ক প্রশিক্ষণ

রামপালে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি-বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অপরাজিতা প্রকল্পের আওতায় রামপালের কৃষি অফিস অডিটোরিয়ামে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি গায়ত্রী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। সহায়ক হিসেবে ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শাহিদা আক্তার, ফিল্ড সমন্বয়কারী মঞ্জু পাল, আতাবুর রহমান টিপু প্রমুখ। 

প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। এতে অংশগ্রহণ করেন রামপাল উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।

নারীর ক্ষমতায়নে অপরাজিতা নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম বলে দাবি করে বক্তারা সমাজের অবহেলিত-নিপীড়িত এবং অধিকারবঞ্চিত নারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

টিএইচ