শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রামপালে ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

রামপালে (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বাগেরহাটের রামপালে আকস্মিক শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টিতে রামপাল সদর, ভাগা ও পেড়িখালীসহ বিভিন্ন এলাকায় কাঁচা ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশাল আকৃতির শিলায় টিনের ঘরের চাল ও বেড়ায় বড় বড় ছিদ্র হয়ে ক্ষতি হয়েছে। 

এতে টিনের ঘর ও ঘরের মামামালের ক্ষতিতে শতাধিক বাড়িঘর বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। সেসব ঘরের লোকজন আশপাশসহ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এছাড়া শিলায় আম, তরমুজসহ বিভিন্ন ফসল ও মাছের ঘেরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা রুবেল আহমেদ বলেন, শিলাবৃষ্টিতে বাজার ও আশপাশের টিনের সব ঘরেরই ক্ষতি হয়েছে। এসময় রাস্তা ও বাড়িঘরে শিলার বিশাল স্তুপ জমে যায়। এর আগে এমন শিলাবৃষ্টি কখনও দেখিনি।

রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, রামপালে শিলাবৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে পেড়িখালী ইউনিয়নে। এছাড়া রামপাল সদর ও ভাগাসহ বিভিন্ন এলাকার শতাধিক ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

টিএইচ