সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

রামপালে বৃক্ষমেলার উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে বৃক্ষমেলার উদ্বোধন

’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ।

এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ  হয়।

উপজেলা প্রশাসন,  রামপাল ও সামাজিক বন বিভাগের যৌথ এ মেলার আয়োজনে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ। শিক্ষক মাসুম বিল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু প্রমুখ।

 পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ০৫টি স্টল অংশগ্রহণ করেছে।

টিএইচ