মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

রামপালে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

বাগেরহাটের রামপালে সাজাপ্রাপ্তসহ ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এএসআই বুলবুল কুমার অধিকারী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শরাফপুর এলাকা থেকে দুজনকে ও ২০ মার্চ রাতে ঢাকার বসিলা থেকে একজনকে আটক করেছেন। 

আটকরা হলেন, উপজেলার শরাফপুর গ্রামের সৈয়াদ আবু হাসানের ছেলে সৈয়দ রণি ও সৈয়দ রকি। অপর জন কুমলাই গ্রামের আহমদ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি লোকমান শেখ। 

আটক তিন আসামিকে শুক্রবার (২২ মার্চ) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি সোমেন দাশ ৩ আসামি গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ