বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামুতে ব্যবসায়ী রাশেদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রামু প্রতিনিধি

রামুতে ব্যবসায়ী রাশেদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার ব্যবসায়ীকে নুরুল আলম ছিদ্দিকী রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রামু থানা পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গত শুক্রবার র্যাবের সহায়তায় তাকে আটক করে। 

গত শুক্রবার সন্ধ্যায় তাকে রামু থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার মোতাহের হোসেন (৫৭) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিমপাড়ার মৃত আবদুর রহিমের ছেলে।

গত ৩১ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের নুরুল আমিনের ছেলে নুরুল আলম ছিদ্দিকী রাশেদকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রামু থানায় মামলা করেন নিহত নুরুল আলম সিদ্দিকী রাশেদের ছোট ভাই সাইফুর রহমান সুজন। 

এ ঘটনার ১ মাস ৪ দিন পর ধরা পড়লেন মামলার প্রধান আসামি মোতাহের হোসেন। রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান- গ্রেপ্তার আসামি এ ঘটনায় সরাসরি জড়িত। এছাড়া জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

টিএইচ