বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাসুলের আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে : আ.ন.ম শামসুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো

রাসুলের আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে : আ.ন.ম শামসুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের রাসুলের আদর্শ অনুযায়ী কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। 

দেওয়ানহাটস্থ নগর জামায়াতের কার্যালয়ে সোমবার (১৪ অক্টোবর) কোতোয়ালি থানা জামায়াতের রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমির হোসাইনের সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। 

শিক্ষাশিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জুবায়ের, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফেরদাউস, অফিস সেক্রেটারি এইচ.এম ইমদাদ উল্লাহ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুরুল কবীর, নাজিম উদ্দীন, অ্যাড. আনোয়ার সাদত ও একরামুল হক প্রমুখ।

টিএইচ