বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাসেলস ভাইপার আতঙ্কে মহেশপুর সীমান্তের মানুষ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

রাসেলস ভাইপার আতঙ্কে মহেশপুর সীমান্তের মানুষ

ভারত সীমান্তবর্তী উপজেলা ঝিনাইদহের মহেশপুরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় কৃষকরা। কয়েক মাস আগে সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের ভবনগর এলাকার সবজি খেতে বিষধর এই সাপের দেখা মেলে। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকার কৃষকরা আতঙ্কের মধ্যে চাষাবাদ করছেন।

সাপ আতঙ্কে রয়েছে ভারত সীমান্তবর্তী বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষেরা। 

এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, ‘সমপ্রতি ভারতীয় সীমান্ত এলাকায় রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। মহেশপুরের ভবনগর গ্রাম থেকে মাস দুয়েক আগে একটি বিশাল আকৃতির বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, মাঝে মধ্যে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে এ সাপ দেখা যায়। তাই স্থানীয়দের সতর্ক করতে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি।

মহেশপুর ইউএনও ইয়াসমিন মনিরা বলেন, রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ একটি অন্যতম বিষধর সাপ। দেশের বিভিন্ন স্থানে এ সাপ দেখা যাচ্ছে এবং সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। যেহেতু মহেশপুর উপজেলা ভারত সীমান্তবর্তী সে কারণে সাধারণ মানুষদের এ বিষধর সাপ সম্পর্কে সচেতনতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঁঝা বৈদ্যর কাছে না গিয়ে জেলা-উপজেলা হাসপাতালে যাওয়ার জন্য বলা হচ্ছে।

টিএইচ