বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাস্তাঘাটের উন্নয়নে জেলার সেরা মহেশখালী পৌরসভা 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

রাস্তাঘাটের উন্নয়নে জেলার সেরা মহেশখালী পৌরসভা 

দেশের পর্যটন নগরী কক্সবাজার জেলায় ৪টি পৌরসভা রয়েছে। তার মধ্যে জেলার সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত পৌরসভা হচ্ছে মহেশখালী। ২০০১ সালে গোরকঘাটা ইউপির নাম পাল্টে নামকরণ করা হয় মহেশখালী পৌরসভা। 

প্রথম পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান আ.লীগ নেতা এম আজিজুর রহমান, এই পৌরসভায় প্রথমবারের নির্বাচনে সাবেক মেয়র সরওয়ার আজম মেয়র নির্বাচিত হয়। এরপর থেকে টানা তিনবার সাবেক মেয়র সরওয়ার আজমকে পরাজিত করে মেয়রের আসনে বসেন বর্তমান মেয়র পৌর আ.লীগের সভাপতি আলহাজ মকসুদ মিয়া। 

রোববার (৭ জুলাই) প্রতিবেদককে দেয়া এক সাক্ষাৎকারে পৌরমেয়র মকসুদ মিয়া বলেন, আমি ক্ষমতা গ্রহণকালে মহেশখালী পৌরসভা ছিল গ শ্রেণিতে আমি প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি, মহেশখালী-কুতুবদিয়ার এমপির আন্তরিকতা নিয়ে আজকে ক শ্রেণি তথা বাংলাদেশের প্রথম শ্রেণিতে পরিনত করতে সক্ষম হয়েছি। আমি যখন প্রথম নির্বাচিত হয়, মহেশখালী পৌরসভাকে মানুষ গরু সভা বলে আমাকে লজ্জা দিত, অধিকাংশ রাস্তায় বড় গাড়ি দূরের কথা রিকশাও চলতে পারতো না। 

আজকে মহেশখালী পৌর এলাকার প্রতিটি রাস্তায় যেকোনো ধরনের বড় গাড়ি চলতে পারবে। আপনারা পৌরসভার যেদিকে তাকাবেন দৃষ্টি নন্দন রাস্তা দেখতে পাবেন। তাছাড়াও প্রতিটি কবরস্থান, মসজিদ, মন্দির ও শ্বশানে পাকা দেয়াল দিয়ে সাজিয়ে তুলেছি। পৌরসভার মানুষ কল্পনাও করতে পারেনি এতো ঘনবসতিপুর্ণ এলাকায় এতোগুলা ছোট ছোট ৬ ফুটের রাস্তা আমি ২৪ ফুটে উন্নত করতে পারবো। 

পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়েছেন পাশাপাশি সহযোগিতা করেছেন বলে আমি পৌরসভায় এতো উন্নয়ন করতে পেরেছি। সামনে সুযোগ পেলে কক্সবাজার নয় দেশের সেরা পৌরসভা হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে আমার। 

মহেশখালী পৌর এলাকার বিভিন্ন শ্রেণির লোকেদের সঙ্গে কথা বললে তারা জানায়, আমরা আজ মহাখুশি, কক্সবাজারের সর্বশেষ পৌরসভা অনুমোদন পেয়ে আজ আমাদের পৌরসভা রাস্তা-ঘাটে জেলার সেরা পৌরসভায় পরিনত হয়েছে। আমরা এখন মডেল পৌরসভার নাগরিক। আমরা মেয়র মকসুদকে ধন্যবাদ জানাই পাশাপাশি মহেশখালী-কুতুবদিয়ার এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করি।

টিএইচ