বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রায়পুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রায়পুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইউএনও মো. ইমরান খানের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ, এবং মাদক দমন নিয়ে আলোচনা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় জনগণের কল্যাণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

টিএইচ