শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

রুমায় আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপণ অভিযান

রুমা (বান্দরবান) প্রতিনিধি

রুমায় আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপণ অভিযান

বান্দরবানের রুমা উপজেলায় চার আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপণ অভিযান-২৪ এর অংশ হিসেবে গাছের চারা রোপণ করা হয়। 

শনিবার (২৭ জুলাই) ৪ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মো. আল-আমিন, সহকারী পরিচালক আল-আমীন, কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলামসহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যরা চারা রোপণকালে উপস্থিত ছিলেন।

৪ আনসার ব্যাটালিয়নের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় উদ্বোধন করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনার আলোকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। 

টিএইচ