রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের গাউছিয়া মার্কেট থেকে ডুলুরদিয়া দুই কিলো. রাস্তাটি খানাখন্দে একেবারেই বেহাল অবস্থা। যানবাহন ও পথচারীদের চলাচলে রাস্তাটি একেবারেই অযোগ্য হয়ে পড়ায় এলাকার জনদুর্ভোগ চরমে।
গাউছিয়া মার্কেট থেকে কালি রফিকের বাড়ি পর্যন্ত রাস্তায় খানাখন্দভরা দুই কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক গ্রামের প্রায় দশ হাজার লোক চলাচল করে থাকে। রাস্তাটি পাকা করার জোর দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারণে এ রাস্তায় রিক্সা, অটোরিক্সা, সিএনজি নিয়ে চলাফেরা করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন, আমরা কয় বছর আগে রাস্তা পাকার কাজ করেছি। তবে এখানে অবৈধ গ্যাস সংযোগকারীরা রাতের অন্ধকারে রাস্তা কেটে গ্যাস সংযোগ নিয়েছে। যে কারণে রাস্তার এ অবস্থা হয়েছে। আমাদের এ রাস্তার কাজ শিগগিরই ধরা হবে।
কালি এলাকার রিক্সাচালক শফিক বলেন, দুই তিন বছর আগে রাস্তা পাকা করা হয়েছিল। ওই সময় আমরা অনেক আরামে চলাচল করছি। আমাদের দাবি রাস্তা পাকা করার। আমরা মন্ত্রীর এলাকার লোক তারপরও এ রাস্তা খানাখন্দ ভরা এটা মানা যায় না।
টিএইচ