মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে গৃহবধূ হত্যামামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

রূপগঞ্জে গৃহবধূ হত্যামামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যামামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শনিবার (১৩ জানুয়ারি) ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। 

রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূইয়া। সভায় বক্তব্য রাখেন নিহত গৃহবধূর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। 

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যামামলা রুজু করা হয়েছে।  আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

টিএইচ