রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে অগ্নিসংযোগে দগ্ধ গৃহবধূর মৃত্যু 

রূপগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে অগ্নিসংযোগে দগ্ধ গৃহবধূর মৃত্যু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে বিউটি বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি  ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার  বেলায়েত হোসেনের ছেলে মো. কামাল মিয়ার স্ত্রী। 

এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েলসহ ৩০ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা করলে আসামি সাইদকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। 

গত ৩০ নভেম্বর  জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে গেলে হাবিবুর রহমান হারেজ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে অগ্নি সংযোগ ঘটনায়। 

এসময় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইন্সটিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টিএইচ