শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

রেললাইনে ফাটল স্থানীয়দের হাতের সংকেতে ট্রেন থামালেন চালক!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 

রেললাইনে ফাটল স্থানীয়দের হাতের সংকেতে ট্রেন থামালেন চালক!

নাটোরের বাগাতিপাড়ায় রেল লাইনে ফাটল দেখে আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনকে হাত দিয়ে সিগনাল দিয়ে থামিয়ে দেন স্থানীয়রা। এতে করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই ট্রেন এবং ট্রেনের যাত্রীরা। 

বুধবার (৮ মে) উপজেলার লোকমানপুর রেল স্টেশন এলাকার অদূরে রেল লাইনে এই ফাটল দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ মে) কয়েকজন গরু ছাগলের জন্য ঘাস কেটে রেল লাইনের ধার দিয়ে বাড়ি ফেরার সময় লাইনে ফাটল দেখতে পান। পরে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে এসে জড়ো হতে থাকে স্থানীয়রা। 

এ সময় আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন আসতে দেখে সেখানে উপস্থিত সাবাই মিলে হাত দিয়ে ট্রেন থামানোর সংকেত দিতে থাকেন তারা। পরে তাদের সংকেতে ট্রেনটি থামিয়ে দেন চালক। অল্প কিছু সময় পরে খুব ধীরগতিতে ট্রেনটিকে সেখান থেকে পার করে স্টেশনে নিয়ে যান ট্রেনের চালক।

রেলওয়ে পশ্চািমাঞ্চলের জিএম আব্দুল আওয়াল ভুঁইয়া জানান, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, ফাটল ধরা রেল লাইন স্থায়ীভাবে মেরামতেও কাজ করা হচ্ছে।

টিএইচ