বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রৌমারীতে বিজিবি-ছাত্রসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারীতে বিজিবি-ছাত্রসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। গত শনিবার রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামে বিজিবির সার্বিক সহযোগিতায় স্থানীয় ছাত্রসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।

জানা যায়, উপজেলার সীমান্তে মাদক চোরাচালান রোধের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে রৌমারীর গয়টাপাড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। দীর্ঘদিন থেকে গয়টাপাড়া, নতুন শৌলমারী, চরের গ্রাম, চর বোয়ালমারীসহ অন্য গ্রামের প্রায় ২০ হাজার মানুষের উপজেলা শহরের সঙ্গে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। 

প্রায় চার কি.মি. কাঁচারাস্তাটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসী অতিকষ্টে পায়ে হেটে যাতায়াত করে উপজেলা শহরে। সামান্য বৃষ্টি হলেই যানবহন চলাচল করতে পারতো না। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে ভোগান্তিতে পড়তে হতো।

এলাকাবাসী জানান, এই রাস্তাটা আগে চলাচল করা যেতো না। বিজিবি ও ছাত্রসমাজ এবং গ্রামাবসীরা মাটি ফেলে যাওয়া-আসার উপযোগী করেছেন। আমরা সরকারের কাছে এই রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার অনুরোধ করছি।

স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে হাফিজুর রহমান হাফিজ বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার সঙ্গে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসী, বিজিবিসহ সাধারণ মানুষকে। সমাধানে কেউ এগিয়ে আসেনি। আমরা ছাত্রসমাজ ও বিজিবির সার্বিক সহযোগিতায় দুর্ভোগ লাঘবে মাটি ফেলে চলাচল স্বাভাবিক করেছি। সমাজের এমন মহৎ কাজ করতে পেরে অনেক ভালো লাগছে।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার এবি সিদ্দিক বলেন, স্থানীয় এলাকার ছাত্রসমাজ গ্রামবাসীসহ সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। গয়টাপাড়া ক্যাম্প কমান্ডার বিজিবি, ছাত্রসমাজ ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করেন। 

বিজিবি এবং ছাত্রসমাজের এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী খুবই আনন্দিত। রাস্তাটি এখন যানবাহন চলাচলের উপযোগী হয়েছে। রাস্তাটি স্থায়ী মেরামতের জন্য সরকারের দৃষ্টি কামনা করা হয়। বিষয়টি গয়টাপাড়া বিওপি কমান্ডার অধিনায়ক ৩৫ বিজিবি জামালপুর লে. কর্ণেল মো. হাসানুর রহমানকে অবগত করা হয়েছে। 

পরে ৩৫ বিজিবি জামালপুর অধিনায়ক রিজিয়ন কমান্ডার সরাইল বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সেক্টর কমান্ডার ময়মনসিংহ কর্ণেল সরকার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে অবগত করলে তারা সম্মতি দেন।

রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, এ রাস্তাটির জন্য কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে।

রৌমারী ইউএনও নাহিদ হাসান খান বলেন, আপাতত কোন বরাদ্দ নেই। তবে এ রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

টিএইচ