শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

রাঙামাটির লংগদুর কাচালং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ সেপ্টেম্বর)বুধবার উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান এ অর্থদণ্ড দেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার মাইনীমূখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান এলাকার সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে উপজেলার কাচালং ও মাইনী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।

সহকারী কমিশনার আকিব ওসমান বলেন, অবৈধভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছিল একটি মহল। খবর পেয়ে বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।

অভিযানে বিজিবি ৩৭ রাজনগর জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

টিএইচ