সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে জাতীয় শোক দিবস পালন

রাঙামাটি প্রতিনিধি

লংগদুতে জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার হাজার লোকের সমাগমে রাঙামাটির লংগদু উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ আগস্ট) লংগদু উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে ও আয়োজনে উপজেলা কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

লংগদু উপজেলা আ.লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

এসময় আলোচনা সভায় রাঙামাটি জেলা আ.লীগের সহ-সভাপতি ও কাউখালী উপজেলা আ.লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

টিএইচ