সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

লংগদুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

রাঙামাটির লংগদুর ভাসান্যদম ইউনিয়নে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় গরু আনতে গিয়ে পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান তিনি।

স্থানীয়রা ও ভাসান্যদম ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, মাহি তারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো. আইচ্ছা মিয়ার স্ত্রী। প্রতিদিনের মতো বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে গেলে হাতির আক্রমণে প্রাণ হারান তিনি।

লংগদু থানার ওসি হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যদম এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষ বিস্তারিত জানানো হবে।

টিএইচ