শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে বন্যার্ত ৩৮০ পরিবারকে সহায়তা প্রদান

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদুতে বন্যার্ত ৩৮০ পরিবারকে সহায়তা প্রদান

গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি ও লেমুছড়ি এলাকার ক্ষতিগস্তদের মধ্যে ১০ কেজি হারে ৩৮০ পরিবারকে চাল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন মাহামুদ।

এসময় বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু শাখার স্বেচ্ছাসেবকরা।
আটারকছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অভিলাষ চাকমা বলেন, আমার ওয়ার্ডে প্রায় ৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সবার জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ পেয়েছি। এতে অন্তত দুই তিনদিনের খাবারের যোগান হবে। পানি কমে গেলে ক্ষয়-ক্ষতির পরিমান কমে যাবে। মানুষজন তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন মাহামুদ বলেন, আমরা জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বিষয়ে জেলা প্রশাসক স্যারকে অবগত করা হয়েছে। সরকারিভাবে ত্রাণসামগ্রী আসলে আবারও ক্ষতিগ্রস্ততের সহযোগিতা করা হবে।

টিএইচ