সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লংগদুতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের সভা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

লংগদুতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের সভা

ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলা শাখার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির লংগদুতে বুধবার (২১ জুন) উপজেলা মডেল রিসোর্স সেন্টারে কেয়ারটেকার মাওলানা মো. জুবাইদুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা সুপারভাইজার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লংগদু থানা প্রতিনিধি এসআই আল-আমিন এবং বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ।

এসময় বক্তারা বলেন, প্রত্যেক ইমামরা জুমার নামাজের দিন সকল মুসল্লিদেরকে সঠিকভাবে ইসলামিক বয়ান শোনাতে হবে। যারা ইসলামের কিছুই জানে না তারাই সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত হয়। সকলে একত্রিত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করলে দেশকে উন্নত করা এবং অপরাধকে দমন করতে হবে। 

টিএইচ