মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ি বাঙ্গালি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

রোববার (৫ নভেম্বর) লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবের নেতৃত্বে দুরছড়ি এলাকায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ২ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করেন সেনাবাহিনী। 

উপকারভোগীরা লংগদু জোনের ধারাবাহিক এ চিকিৎসা সহায়তার জন্য এবং জোন অধিনায়কসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিএইচ