বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লংগদুতে ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

লংগদুতে ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

দেশব্যাপী ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলম’ শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই ধারাবহিকতায় পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মোট ৪৪টি প্রতিষ্ঠানের ৩৯৫ জন শিক্ষক অংশ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলম স্কিম’, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লংগদু সরকারি মডেল কলেজে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণে ১০টি বিষয়ে মোট ২৬ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

প্রশিক্ষণে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছে। নতুন কারিকুলাম বিস্তরণের বিষয় ভিত্তিক এই প্রশিক্ষণে বাংলা, ইংরেজি, গণিত, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য ও সুরক্ষা এবং ধর্ম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। 

প্রশিক্ষণ বিষয়ে একাডেমিক সুপারভাইজার শওকত আকবর বলেন, প্রশিক্ষণে মোট ৩৯৫ জন শিক্ষকের মধ্যে প্রথমদিনে ৩৩৭ জন শিক্ষক অংশ নিয়েছে। 

টিএইচ