বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লংগদু থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি 

লংগদু থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

লংগদু থানা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ শাহ ইমরান। শনিবার (৫ আগস্ট) আকস্মিকভাবে থানা পরিদর্শন উপলক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ শাহ ইমরান লংগদু থানা পৌঁছালে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় থানায় রক্ষিত ওয়ারেন্ট রেজিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ সার্বিক বিষয়ে তদারকি করেন।

তিনি থানার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার থানায় কর্মরত উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের রোলকল গ্রহণ করেন এবং নানাবিধ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। 

অফিসার ও ফোর্সের ছুটি, খাবারের মান এবং কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ডেঙ্গু প্রতিরোধে থানার আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

টিএইচ