সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীছড়ির স্থগিত দুই কেন্দ্রের ভোট ২৯ মে

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

লক্ষ্মীছড়ির স্থগিত দুই কেন্দ্রের ভোট ২৯ মে

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনের ৮মে স্থগিত হওয়া ২টি কেন্দ্রের পূর্ণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমানের ১৯ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা পত্রে এতথ্য জানা গেছে। 

জারি করা পত্রে বলা হয়, লক্ষ্মীছড়ি উপজেলা ৮নং দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩নং যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া ২৯মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছেন।  

উল্লেখ্য ভোটের দিন রাত ১০টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অনীক চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ২১ হাজার ৭২২। বৈধ ভোটের সংখ্যা ১২ হাজার ২৭৭ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৮৮ ভোট। কাস্টিং ভোটের হার ৫৭.৩৮ ভাগ।

ঘোষিত ফলাফলে আ.লীগ সমর্থীত প্রার্থী আনারস প্রতীকের সঙ্গোয়াই অং মারমা বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে থাকেন। তিনি পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট। 

ইউপিডিএফ সমর্থীত কৈ মাছ প্রতীকের সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬ হাজার ৪৪ ভোট। যে ২টি কেন্দ্রের ফালাফল স্থগিত রাখা হয়েছে সে কেন্দ্রের ২টির মোট ভোটার রয়েছে ৫ হাজার ৫৩৬ ভোট। 

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬ হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজর ২৪৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রই প্রু মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্মফুল প্রতীক পেয়েছেন ৫ হাজার ২২৩ ভোট।

টিএইচ