শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লক্ষ্মীছড়ি প্রতিনিধি

লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন কর্তৃক দরিদ্র ও অসহায় জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

গত রোববার লক্ষীছড়ি আর্মি জোনের অন্তর্গত প্রত্যন্ত দুর্গম বার্মাছড়ি এলাকায় সকল সম্প্রদায়ের অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে দিনব্যপী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। সেবা প্রদান কার্যক্রমে বিভিন্ন রোগে রোগাক্রান্ত সর্বমোট ২৩৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা প্রদান করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আল-আমীন সিদ্দিকী রোগীদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ওই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, পিএসসি,জি উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

টিএইচ