শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
পুলিশ আহত করার ঘটনায় মামলা 

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানসহ আসামি ৭১৮  

লক্ষ্মীপুর প্রতিনিধি  

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানসহ আসামি ৭১৮  

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাঁধাসহ হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। 

এতে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার রাতে সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি জানান।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রজনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। 

একপর্যায়ে হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।

ওসি আরও বলেন, দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

টিএইচ