সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ তিনজন গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ তিনজন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে চুরি যাওয়া অটোরিকশাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালীর পূর্ব চরমটুয়া গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (৩৮), আব্দুর রহমানের ছেলে মো. মামুন (১৯) ও আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৯)। তারা ওই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে তাদেরকে চন্দ্রগঞ্জ বাজারস্থ একটি প্রাইভেট হসপিটালের সামনে থেকে চোরাই অটোরিকশাসহ (মিশুক) আটক করা হয়। পরে চুরি যাওয়া অটোরিকশার মালিক স্থানীয় দেওপাড়া গ্রামের নূর নবীর ছেলে আবুল কাশেম (২৯) বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
 
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্টে দেওপাড়া গ্রামের একটি গ্যারেজের তালা ভেঙে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোরের দল। অনেক খোঁজাখুঁজির পর ১৮ সেপ্টেম্বর চুরি হওয়া অটোরিকশাটি চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের মোড়ে একটি হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয়। 

এঘটনায় আব্দুর রহমান, মামুন ও আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রাছেলের কাছ থেকে তারা অটোরিকশাটি কিনে নিয়েছে। বাদীর মামলায় ওই রাছেল ও আটক ৩ জনসহ ৪ জনকে আসামি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. তহিদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে চুরির মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ