সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লক্ষ্মীপুরে সজীব হত্যার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে সজীব হত্যার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন ওরফে পাহাড়ি দুলালকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

সোমবার (২৯ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার তারিক বিন রশিদ (পিপিএম)। 

এর আগে গত রোববার খুলনার ডুমুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে পাহাড়ি দুলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন প্রকাশ পাহাড়ি দুলাল এজহারভুক্ত তিন নম্বার আসামি। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। 

এনিয়ে সজীব হত্যামামলার ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছে। গত ১৫ এপ্রিল চন্দ্রগঞ্জের জৈদের পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সজীবসহ চারজন আহত হয়। পরে ১৬ এপ্রিল সজীব চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

টিএইচ