লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও খবর কাগজের জেলা প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের তারেক আজিজ, একই ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামের আরিয়ান হোসেন সৌরভ, গণেশ্যামপুর গ্রামের জাহিদ হাসান আলামিন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে সন্ত্রাসী তারেক আজিজের বাড়ি থেকে পুলিশ আধা কেজি গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপর আসামি জাহিদ হাসান আলামিনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনসহ ১৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ওসি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত ঘটনা। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।
টিএইচ