রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

লক্ষ্যমাত্রা অর্জন করে নাটোর সুগার মিলের আখ মাড়াই সমাপ্ত

নাটোর প্রতিনিধি

লক্ষ্যমাত্রা অর্জন করে নাটোর সুগার মিলের আখ মাড়াই সমাপ্ত

লক্ষ্যমাত্রা অর্জন করে নাটোর সুগার মিলের ৪১তম ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের গত ১৫ ফেব্রুয়ারি সমাপ্তি ঘটেছে। দীর্ঘ বছর পর আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানায় নাটোর সুগার মিল কর্তৃপক্ষ।

নাটোর সুগার মিল সূত্রে জানা যায়, ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার টন আখ মাড়াই এবং ৫ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করে নাটোর সুগার মিল। এ লক্ষ্যমাত্রা অতিক্রম করেও ১৪ দিন বেশি মিল চালু রেখে ৭৪ কার্যদিবসে ১ লাখ ৭ হাজার ৯৯ টন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৯ টন চিনি উৎপাদন করে এই সুগার মিল।  

এতে চিনি আহরণের হার ৫.৭০ শতাংশ লক্ষ্যমাত্রা থাকলেও  অর্জিত হয় ৫.৯০ শতাংশ। এর আগে গত ২৯ নভেম্বর ৫ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিল এ মৌসুমের  যাত্রা শুরু করে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন- দীর্ঘ বছর পর নাটোর সুগার মিল আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সময়মতো চাষিদের সার, বীজ, ঋণ সহায়তা এবং আখের মূল্য দ্রুত পরিশোধ করায় এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আগামীতে চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। এতে করে চাষিরা দিনে দিনে আখ চাষে আগ্রহী হচ্ছেন এবং আখ চাষও বাড়ছে।

উল্লেখ্য, গত ২০২৩-২৪ মৌসুমে ৫৪ কার্যদিবস নিয়ে ৭৮ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৫২ কার্যদিবসে চিনিকল ৪ হাজার ৮৫০ টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৪ টন চিনি উৎপাদন করেছিল নাটোর সুগার মিল।

টিএইচ