বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লগি-বৈঠার আন্দোলনে নৃশংস হত্যাকারীদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে জামায়াতের গণজমায়েত 

কুড়িগ্রাম প্রতিনিধি

লগি-বৈঠার আন্দোলনে নৃশংস হত্যাকারীদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে জামায়াতের গণজমায়েত 

২০০৬ সালে সারাদেশে আ. লীগের লগি-বৈঠার আন্দোলনে নৃশংস হত্যাকান্ডসহ  কুড়িগ্রামে শহীদ রফিকুলের হত্যার বিচার দাবিতে গণজমায়েত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২৮ অক্টোবর)  দুপুর ২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াত গণজমায়েতের আয়োজন করে । সকাল থেকে বিভিন্ন উপজেলা ও  ইউনিয়ন থেকে নেতা-কর্মী গণজমায়েত হয়।

 অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর মাওলানা আব্দুস সবুর।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মো. আজিজুর রহমান স্বপন। 

এছাড়া  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা শাখার সেক্রেটারী মাওলানা নিজাম, জেলা মজলিশে শুরা সাবেক সভাপতি আইনজীবি ইয়াসিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মু. শাহজালাল সবুজ, মাওলানা আবদুল হামিদ মিয়া, সাবেক আমীর দেওয়ান আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-সদর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ফয়েজ উদ্দিন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মো. মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মো. জহুরুল ইসলাম, তৎকালীন শিবির সেক্রেটারী মো. রফিকুর ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলীল সরকার, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মুকুল হোসেন ও শহীদ রফিকুল ইসলামের পিতা মো. আমীর আলী প্রমুখ।

বক্তারা স্বৈরাচার আওয়ামীলীগের নৃশংসতা ও দুঃশাসনের কথা তুলে ধরে অবিলম্বে শহীদ রফিকুল সহ অবৈধভাবে ফাঁসিতে ঝুঁলিয়ে কেন্দ্রীয় নেতাদের হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন।

টিএইচ