শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

লামায় বাড়ির গেট চাপা পড়ে শিশু নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামায় বাড়ির গেট চাপা পড়ে শিশু নিহত

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাড়ির লোহার গেট চাপা পড়ে এক শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশু জাইরিন (৪) নয়া পাড়া এলাকার আব্দুল জলিল কোম্পানির মেয়ে। এ ঘটনায় আব্দুল জলিল কোম্পানির ছোট ভাই মো. নাজুর মেয়ে মনি (৫) গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির সামনে উঠানে বাচ্চা দুজন খেলছিল। এক ফাঁকে শিশুরা খেলতে খেলতে গেটে উঠলে হঠাৎ বড় লোহার গেট খুলে পড়ে দুজনই চাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিনের মৃত্যু হয় এবং মনি গুরুতর আহত হয়। ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি শামীম শেখ বলেন, কারো অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হয়েছে।

টিএইচ