শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

লামা রাবার ইন্ডাস্ট্রি ও ম্রো ত্রিপুরা পরিবারে বিরোধ নিরসনকল্পে সরেজমিন পরিদর্শন 

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা রাবার ইন্ডাস্ট্রি ও ম্রো ত্রিপুরা পরিবারে বিরোধ নিরসনকল্পে সরেজমিন পরিদর্শন 

পার্বত্য বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রি লি. বনাম ৩৬টি ম্রো ত্রিপুরাদের বিরোধ  নিরসনকল্পে সরেজমিন পরিদর্শন করেন পা. চ.বি. মন্ত্রণালয়  সম্পর্কিত স্থায়ী কমিটির ২নং সাব-কমিটি।

বুধবার (২৬ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রণালয় কমিটির ২নং সাব-কমিটির উচ্চ পদস্থ এই দল সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজাস্থ তর্কিত ভূমি পরিদর্শন করেন। পরিদর্শন দলে ছিলেন, পার্বত্য রাঙ্গামাটি সাংসদ দীপঙ্কর তালুকদার এমপি, রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও সংরক্ষিত (পার্বত্য) নারী এমপি বাসন্তি চাকমা। 

সাব কমিটির নেতারা সরেজমিন তদন্তকালে ম্রো ত্রিপুরা, লামা রাবার ইন্ডাস্ট্রির লোকজন, সংশ্লিষ্ট হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের কথা শুনেন। এ সময় বিরোধপুর্ণ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপার, লামা উপজেলা চেয়ারম্যান, গজালিয়া ইউপি চেয়ারম্যান, সরই ইউপি চেয়ারম্যান বিরাজমান পরিস্থিতির সারমর্ম তুলে ধরেন। 

জনপ্রতিনিধিরা জানান,  ইতোপূর্বে জেলার শীর্ষস্থানীয়দের প্রস্তাবনানুযায়ী ৩৬ টি পরিবারকে ৫ একর করে ও ধর্মীয় প্রতিষ্ঠান, শ্মশানের জন্য মোট দুশ ৬ একর জমি প্রদানের প্রস্তাব গৃহীত হয়। কিন্তু ম্রো ত্রিপুরাদের একাংশ প্রস্তাবটি নাকচ করে। এর ফলে বিরোধটি সমাধান হচ্ছেনা। 

এই বক্তব্য শোনার পর সাব কমিটি ২ এর আহ্বায়ক  রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, স্থানীয়ভাবে গৃহীত প্রস্তাবটি ভালো ছিলো। তিনি আরো বলেন, বিষয়টি আমরা জানলাম, দেখলাম। যেহেতু পার্বত্য চট্টগ্রামে সম্পাদিত শান্তি চুক্তির পর থেকে ভূমি বন্দোবস্তি বন্ধ, সেহেতু বিষয়টি সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে প্রয়োজনে আইন সংশোধন করে এই ৩৬টি পরিবারকে বন্দোবস্তি দেয়ার ব্যবস্থা করা হবে। 

টিএইচ