শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

লালনের তিরোধান দিবস শুরু 

কুষ্টিয়া প্রতিনিধি

লালনের তিরোধান দিবস শুরু 

আধ্যাত্মিক গানের মধ্য দিয়ে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন মাজার চত্বর  মুখরিত হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনদিন ব্যাপী শুরু হচ্ছে আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসের অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে লালনের এ অনুষ্ঠানমালা শুরু হবে। 

অনুষ্ঠানে রয়েছে কালিগাং নদীর ধারে লালন মঞ্চে লালনের জীবনীর উপর আলোচনা ও লালন সঙ্গীত এবং সেই সঙ্গে চলবে গ্রামীণ মেলা। এ উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার লালন ভক্ত অনুসারীরা লালন আখড়াবাড়িতে এসে উপস্থিত হয়েছে। 

লালন মঞ্চে লালন সঙ্গীত পরিবেশন করবেন লালন একাডেমির শিল্পী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা। আগামী ১৯ অক্টোবর রাতে তিন দিনের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। 

এসব বিষয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার বলেন, ছেঁউড়িয়ার লালন মাজার চত্বর ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদি কেউ চেষ্টা করে তা হলে কঠোর হস্তে দমন করা হবে।

টিএইচ