বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালপুরে আ.লীগ নেতা হত্যামামলায় চারজন গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি 

লালপুরে আ.লীগ নেতা হত্যামামলায় চারজন গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আ.লীগের সহ-সভাপতি মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু হত্যামামলায় চারজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। 

হত্যার ঘটনায় গত বুধবার নিহতের বড় ভাই গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। পরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তাররা হলেন-লালপুর উপজেলার মো. সুমন, মো. লিটন, তমাল ও রবিউল।

লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে।

ওসি আরো জানান, গত ৩০ এপ্রিল রাতে গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন মুঞ্জুর ইসলাম মুঞ্জু। এসময় দুটি মোটরসাইকেলে ৫-৬ মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে উপস্থিত হয়ে গুলি করে মঞ্জুকে। এতে ঘটনাস্থলে মুঞ্জুর মৃত্যু হয়।

টিএইচ