সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরে ধর্ষণ মামলায় একজনরে যাবজ্জীবন কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে ধর্ষণ মামলায় একজনরে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে দীর্ঘ সাড়ে দশ বছর পরে ধর্ষণ মামলায় রাজা হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড আদশে দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালরে বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম। সেই সঙ্গে আসামিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (০৩ এপ্রিল) এই রায় ঘোষণা করনে তিনি। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামরে মজিবুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গতবছর ৩ জুলাই নাবালিকা (১৩ বছর) ভিকটিম রাজশাহী থেকে ট্রেন যোগে সকালে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখান থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নামিয়ে দেয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। 

পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম এই ধর্ষণরে কথা তার পরিবারকে বললে ভিকটিমের চাচি বাদী হয়ে ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় এসে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে। দীর্ঘ সাড়ে দশ বছর পরে আদলত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করনে।

টিএইচ