মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
The Daily Post

লালপুরে বাকির টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে বাকির টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে মুদি দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুস সালাম (৪৫) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাহেদ আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুস সালাম চৌষডাঙ্গা গ্রামের ইয়াজুদ্দিন শাহর ছেলে। আটক সাহেদ আলীও একই গ্রামের বাসিন্দা।

গত সোমবার দিবাগত রাতে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সালামের দোকানে বাকি খেতেন একই এলাকার সাহেদ আলী। গত সোমবার বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানির সঙ্গে সাহেদের কথা কাটাকাটি হয়। 

সেসময় সাহেদ দোকান মালিককে পরে দেখে নেয়ার হুমকি দেন। গত রাতে আব্দুস সালাম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে সাহেদ দোকান থেকে আব্দুস সালামকে বের করে দেশি অস্ত্র হাসুয় দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হাসুয়াটি উদ্ধার করা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা হয়েছে।

টিএইচ