সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ও এবি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ২ কিলো ৬শ মিটার কাঁচা রাস্তা চুক্তিমূল্যে ২ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ১২৮ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

গত রোববার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নরে রুইগাড়ি স্কুল সংলগ্ন নামফলক উন্মোচনের মাধ্য দিয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর সূত্রে জানাগেছে, আইআরআই ডিপি-৩ প্রকল্পের আওতায় চুক্তিমূল্যে ২ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ১২৮ টাকা ব্যয়ে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ বটতলা হইতে রুইগাড়ী স্কুল পর্যন্ত ও এবি ইউনিয়নের পাটিকাবাড়ী নিজামের বাড়ি হইতে অর্জুনপুর পর্যন্ত কাঁচারাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর।

উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ