সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লালপুুরে রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন 

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুুরে রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন 

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করা হয়। গত সোমবার বিকেলে নামফলক উন্মোচনের মাধ্য দিয়ে রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর সূত্রে জানা গেছে, বৃহত্তর রাজশাহী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দুটি প্রকল্পের আওতায় ৮২ লাখ ৫৭ হাজার ৬৫১ টাকা ব্যয়ে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হোসেনপুর থেকে হোসেনপুর কবরস্থান এবং জামতলা মোড় থেকে মফিজের বাড়ি ধানাইদহপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা প্রকৌশলী মাহবুুউল হক, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ। 

টিএইচ