প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, অফিস সহায়ক নিয়োগসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি জমা দিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।
রোববার (২০ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি লালমনিরহাট। মানববন্ধন শেষে ছয় দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, লালমনিরহাটের সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ আন্দোলনরত শিক্ষকরা।
টিএইচ