সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে পাটক্ষেত থেকে শিশু মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে পাটক্ষেত থেকে শিশু মরদেহ উদ্ধার

লালমনিরহাট খুনিয়াগাছ ইউনিয়নের থেকে নিখোঁজের  একঘণ্টা পর পাটক্ষেত থেকে জোনায়েদ ইসলাম  (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত রোববার সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জোনায়েদ ইসলাম, কামারপাড়া এলাকায় আটোচালক দুলাল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  গত রোববার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পরিবার লোকজন তাকে বাসায় নিয়ে আসার জন্য ডাকতে যান। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে। এদিকে সেদিক খুঁজতে শুরু করেন। জোনায়েদ ছোট হাওয়ায়। 

পরিবার লোকজন বাসার পাশের পাটক্ষেত শিয়াল টেনে নিয়ে গেচ্ছে এই ভেবে সেখানে খুঁজতে গিয়ে। দেখতে পান তার মরদেহ পড়ে আছে। জোনায়েদ মা মরদেহ বাসায় নিয়ে এসে শরীরের কোনো ক্ষত দেখতে না পেরে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক সদর থানা পুলিশ ঘটনাস্থানে এসে মৃত্যুর তদন্ত শুরু করেন। 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। মৃত্যু কারণ ও রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে।

টিএইচ