বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

লালমনিরহাটে বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

লালমনিরহাট প্রতিনিধি  

লালমনিরহাটে বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

লালমনিরহাটে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাতসমূহের চাষাবাদ কলাকৌশল, আন্তঃপরিচর্যা ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) সদর উপজেলা পরিষদ হলরুমে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের সহযোগিতায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণায় ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্রর আয়োজনে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের সিএসও ও প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, রংপুর বিনা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলীসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে সদর উপজেলার ৬০ জন কৃষক কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

টিএইচ